lirik lagu nachiketa - sonali prantore
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা ঝড়ানো এ আকাশে
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত
ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত
উষ্ণ মরুর শুকনো বুকে থাকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য লিখে যায় কোন্ সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
Lirik lagu lainnya:
- lirik lagu subin_dal shabet, ato - update
- lirik lagu jamie lawson - he's reading helena
- lirik lagu pham dinh thai ngan - lạ
- lirik lagu alberte winding - aha
- lirik lagu august burns red - generations
- lirik lagu ringo starr - i'm the greatest
- lirik lagu alex lahey - awkward exchange
- lirik lagu sandman - savior of times
- lirik lagu shab&døp feat. beatrice - straight on my way
- lirik lagu outlya - heaven