lirik lagu nachiketa - choto choto swopner
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
কখনো আলো-ছায়ার খেলা কখনো শুধুই আঁধার
কখনো আলো-ছায়ার খেলা কখনো শুধুই আঁধার
কোথাও থামে ভেজা সরণি কোথাও ফুলের বাহার
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে কোথাও বিপন্ন কৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
কখনো হৃদয় ভাঙ্গার খেলা কখনো সেতু গড়ার
কখনো হৃদয় ভাঙ্গার খেলা কখনো সেতু গড়ার
কখনো নিজ নিকেতনে মন কখনো কখনো সবার
কোথাও চাওয়ার হিসেব মেলে না কোথাও না বিষম তুষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
Lirik lagu lainnya:
- lirik lagu оля полякова - бывший
- lirik lagu bernard lavilliers - paris la grise
- lirik lagu dadaroma - morphine#3
- lirik lagu 楊千嬅 - 人情世故 (國)
- lirik lagu shab&døp - stuck here
- lirik lagu dramma feat. marq markuz - чудеса
- lirik lagu k21 - rider
- lirik lagu fantasia - merry christmas, baby*
- lirik lagu tripliss - rose buds
- lirik lagu the sound-a-like - great ball of fire (chanté)