lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu nachiketa chakraborty - kopal amar mondo

Loading...

কপাল আমার মন্দ
বলেছেন শ্রী শ্রী নিত্যা নন্দ
কপাল আমার মন্দ

বলেছেন শ্রী শ্রী নিত্যা নন্দ
ওহু অস্ত বড় জ্যোতিষ হাতের মুঠোয় সুখের হদিস
মস্ত মস্ত বড় জ্যোতিষ হাতের মুঠোয় সুখের হদিস
৩০০টাকায় পাবে সুখের প্যাকেজ
ভূত ভবিষ্যত ২০০ ম্যানেজ
বাকি ১০০ শতে কেটে যাবে যেন নিশ্চত বর্তমানের দ্বিধা দ্বন্দ্ব
কপাল আমার মন্দ
বলেছেন শ্রী শ্রী নিত্যা নন্দ
কপাল আমার মন্দ
ওরল বগল কামিয়ে দুহাত তুলে ফুলের মালা পরে আধ দামরার মত হরি হরি বল
কবে তুমি চাকরি পাবে
কাকে প্রথম হামি খাবে
এ তো সোজা বলে দিবে কবে টাকে চুল গজাবে
ওরে সব বলে দেবে রে
তোর কটা উঠবি বাবা কটা সুটবি বাবা
অম্বলে বা গ্যাসের ব্যাথায় কষ্ঠ পেলেও বিধান আছে
দাত হাজা চুলকানি হলেও সেরে যাবে রত্ন আঁচে
মহাজাগতিক খুজলি নিরাময় রত্ন
মরা বাপ যেন আসবে ফিরে জ্যোতিষের ফল পাবে ধীরে ধীরে
এত ধীরে পাবে যে এ জন্মে না পেলেও পরের জন্মে নিঃসন্দেহ
কপাল আমার মন্দ
বলেছেন শ্রী শ্রী নিত্যা নন্দ
গুরু ইনজয় গুরু
ভাবছি নিজের ছেলের কথা
পড়াতে চাইতাম ডাক্তারি
এ দেখছি খুব লাভজনক
ভবিষ্যতের ঠিকেদারি
দর্শকগণ সব মায়া মায়া মেমসাব আর্টফ্লিম
জয়েন্টে চান্স না হয় যদি
কিনে দিব টিয়েপাখি
তারপর আপনারা আছেন
ছেলের আমার ভাবনাটা কি
মাথায় টুপি অনদা টাক
এই আমাদের গুড লাক
যদিও ছেলের নাম আসলে গণেশ
জ্যোতিষী হলেই আচর্য গণেশ
যদিও ছেলের নাম আসলে গনেশ
জ্যোতিষী হলেই আচার্য গনেশ
তারপর অংবং চুল দাড়ি রেখে সং
মানুষ তো মূর্খ পন্ড
কপাল আমার মন্দ
দর্শকগণ ইয়ে সব সত্য কাহিনী
সত্য কান সত্য বাদ
শুধু কাম
হাম অর তুম তুম আর হাম
কপাল আমার মন্দ
বলেছেন শ্রী শ্রী নিত্যা নন্দ


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...