lirik lagu nachiketa chakraborty - keno erokom kichhu holo na
Loading...
কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে na
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব
উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না
কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব
বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে
কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব
Lirik lagu lainnya:
- lirik lagu raina (after school) - 주르륵 (scream)
- lirik lagu clowns - pickle
- lirik lagu 360 - god mode
- lirik lagu young thug - wtf you doin
- lirik lagu sl - gentleman
- lirik lagu deff - floor
- lirik lagu witt lowry - blood in the water
- lirik lagu housefires - jesus what a savior (reprise)
- lirik lagu clowns - boxcutter
- lirik lagu bit$u - funérailles