lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu nachiketa chakraborty - হে ভগবান

Loading...

চলতি পথেতে খাচ্ছি হোঁচট
দিব্যি তবুও হাসছে দু~ঠোঁট।
বলছে দুনিয়া চেঁচিয়ে, “যা ফোট”
হে ভগবান।

হে ভগবান।
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান।

ক্রীতদাস হতে নিয়েছি শিক্ষা
নিষ্ঠূর হতে নিয়েছি দীক্ষা
পক্ষান্তরে চাইছি ভিক্ষা
হে ভগবান।
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান।
আমরা জানিনা বাঁচা
ইঁট~পাথরের খাঁচা
মরছি সেখানে আমরা
শুধু ভোটার বাদ্যে নাচা।

ভোট পিছু কত খরচ?
জানতে না চাওয়া ভালো।
একেকটা ভোট মুছে দিয়ে যায়
অর্থনীতির আলো।

তৃতীয় বিশ্ব গিয়েছে গচ্চা
ধুঁকছে, “সারে জাঁহা সে আচ্ছা”
লুটে খা, “শুয়োরের বাচ্চা”
হে ভগবান।
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...