lirik lagu muzik creatorz - she got what i want
“shesh kanna – piran khan ft. tanveer evan & ben-z-r”
___________________
সবকিছু বদলে গেলো এক রাতের নিমিষে,
তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে?
আজ তোমায় হারিয়ে আজ একা এই রাতে,
ভাবনাতে তোমাকে খুজেছি কি তবে?
ভাবি তুমি আসবে ফিরে,
ধরবে হাতগুলো,
বলবে তুমি কেদোনা,
ফিরে এসেছি এই দেখো।
আর বলবে কেদোনা তুমি,
এবারই তো শেষ কান্না,
বসে আছি আমি তোমার জন্যে…
আসোনা, ফিরে আসোনা, আসোনা,
ফিরে আসোনা।।
ফিরে এসেছি, ভালোবেসে,
তোমায় আমি প্রতিটিবার,
সব ব্যাথা ভুলে, সব কষ্ট ফেলে,
এসেছি আজি আমি তোমার কাছে,
তবু তুমি নেই আজ আমার পাশে,
হারিয়ে গেছো তুমি বহুদুরে।
ভাবি তুমি আসবে ফিরে,
ধরবে হাতগুলো,
বলবে তুমি কেদোনা,
ফিরে এসেছি এই দেখো।
আর বলবে কেদোনা তুমি,
এবারই তো শেষ কান্না,
বসে আছি আমি তোমার জন্যে…
আসোনা, ফিরে আসোনা,
আসোনা, ফিরে আসোনা।
i wasn’t ready,
i didn’t know,
i thought we would last forever,
never thought u would go.
but u left me
yes you left me for her.
and here i was sick of trying,
tired of crying
was dying.
every morning, every night.
5 o’clock, every-time i cried.
everything u said, you only lied.
it was my fault, that i couldn’t
know.
so baby today in this last song
is where you belong.
cause this time,
this time i m gone!
যখন আধারে পথ হারিয়েছি,
তুমি ছিলে হাতটি ধরে,
যখন ছিলোনা কেও আমার পাশে,
তুমি আমাই করেছিলে আপন,
তবু তুমি নেই আজ আমার পাশে,
হারিয়ে গেছো তুমি বহুদুরে…
আজ সব হারিয়ে আমি,
তোমার কাছে দাড়িয়ে,
জানি তুমি ফিরে আসবেনা,
আজ তুমি কোথায় হারিয়ে,
তুমি তো ছিলে আমারই তবে,
কেনো নেই তোমার চোখে কান্না,
বসে আছি আমি তোমার জন্যে…
আসোনা, ফিরে আসোনা।
আসোনা, ফিরে আসোনা।
Lirik lagu lainnya:
- lirik lagu vijay yesudas - kaalame
- lirik lagu the killers feat. ryan pardey & richard dreyfuss - dirt sledding
- lirik lagu dani cornes - belgian fields
- lirik lagu thomas og harald - nå er jula her igjen
- lirik lagu steven patrick piu feat. elisabetta gagliardi - tempo
- lirik lagu r-p - söndagssonat
- lirik lagu r-p - rödvinspsykopater
- lirik lagu regulo caro - indita mia
- lirik lagu 人間椅子 - 雷神
- lirik lagu patent pending - it's all good today