lirik lagu musfiq litu & rony biswas feat. nirjhor - alingon
Loading...
এই হাতটা ধর আর রাখো নয়নে নয়ন,
হয়ে আপন আমার আজ, কর সুখের আলিংগন,
তোমারি দুয়ারে ঘুরে ঘুরে অঝরে,
বলি একটি কথা সুরে সুরে তোমারে,
প্রিয় তোমার পাশাপাশি থাকার ইচ্ছে দিবস নিশি, বলি তাই বারে বারে ভালবাসি।
পাহাড়ি ওই ঝর্ণা ভিজবো আজ দু’জনায়,
হৃদয়ে নাও জড়িয়ে ভালবেসে আমায়,
নদীর ওই মোহনায়, চাঁদ জাগা জোছনায়,
হাত দু’টো বাড়িয়ে, আছি নিও আমায়
প্রিয় তোমার পাশাপাশি…
এ হৃদয়ে বেঁধে বাসা, সেখানে যে ভালবাসা
দেব যে তোমাকে করি প্রত্যাশা
তুমি আমার সাধনা, বেঁচে থাকার প্রেরণা,
ভূল বুঝে কখনো দূরে সরে যেও না।
প্রিয় তোমার পাশাপাশি…
Lirik lagu lainnya:
- lirik lagu shiloh - same old story
- lirik lagu humeysha - burma between you and me
- lirik lagu the librarians - afro club
- lirik lagu noisecontrollers - escape
- lirik lagu skinnyindonesian24 - indomie
- lirik lagu 隨性樂團 - 我在這等你
- lirik lagu louise adams - somebody to love
- lirik lagu kk - tu jo mila
- lirik lagu goci feat. lazo - na suvo
- lirik lagu syun nishigaki, isao abe & yoko shimomura - guile’s theme [cps-2]