lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu mrinal chakraborty - thung thang thung thang churir taale

Loading...

[verse 1: mrinal chakraborty]
ঠুং-ঠাং, ঠুং-ঠাং চুড়ির তালে থৈ থৈ বন্যা নাচে রে
ঠুং-ঠাং, ঠুং-ঠাং চুড়ির তালে থৈ থৈ বন্যা নাচে রে
রিমঝিম রিমঝিম বরষাতে জল তরঙ্গ বাজে রে, বাজে রে

[chorus: mrinal chakraborty]
ঠুং-ঠাং, ঠুং-ঠাং
ঠুং-ঠাং, ঠুং-ঠাং চুড়ির তালে থৈ থৈ বন্যা নাচে রে
রিমঝিম রিমঝিম বরষাতে জল তরঙ্গ বাজে রে, বাজে রে

[verse 2: mrinal chakraborty]
শাওন এলো, মন বলে, কে যেন এলো না
শাওন এলো, মন বলে, কে যেন এলো না
মরমে মরমিয়া গুমরিয়া কাঁদে
নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে রে
জল তরঙ্গ বাজে রে
নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে রে
জল তরঙ্গ বাজে রে
রিমঝিম রিমঝিম বরষাতে জল তরঙ্গ বাজে রে, বাজে রে

[chorus: mrinal chakraborty]
ঠুং-ঠাং, ঠুং-ঠাং
ঠুং-ঠাং, ঠুং-ঠাং চুড়ির তালে থৈ থৈ বন্যা নাচে রে
রিমঝিম রিমঝিম বরষাতে জল তরঙ্গ বাজে রে, বাজে রে

[verse 3: mrinal chakraborty]
ও ছল ছল ঢেউ মিছে কেন এ খেলা
যাও দুলে দুলে তারই কূলে বলো এ বেলা
বধু আছে একেলা
ও ছল ছল ঢেউ মিছে কেন এ খেলা
যাও দুলে দুলে তারই কূলে বলো এ বেলা
বধু আছে একেলা
মন রাঙানিয়া হয়ে যে ছিল পরাণে
মন রাঙানিয়া হয়ে যে ছিল পরাণে
হলো দুঃখ জাগানিয়া কেন সে, কে জানে
তারই পথ চেয়ে তবু ভুলি শত কাজ রে, জল তরঙ্গ বাজে রে
তারই পথ চেয়ে তবু ভুলি শত কাজ রে, জল তরঙ্গ বাজে রে
রিমঝিম রিমঝিম বরষাতে জল তরঙ্গ বাজে রে, বাজে রে

[chorus: mrinal chakraborty]
ঠুং-ঠাং, ঠুং-ঠাং
ঠুং-ঠাং, ঠুং-ঠাং চুড়ির তালে থৈ থৈ বন্যা নাচে রে
রিমঝিম রিমঝিম বরষাতে জল তরঙ্গ বাজে রে, বাজে রে

[outro: mrinal chakraborty]
বাজে রে, বাজে রে
বাজে রে, বাজে রে
বাজে রে, বাজে রে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...