lirik lagu moshiur bappy & nishi - chai shudhu tomake
Loading...
চুপিসারে আমার মনে
স্বপ্ন হয়ে আস ভোরে
ফুল হয়ে শুভ্র ছড়াও
আমার ভেতর বাহির জুড়ে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
আছ তুমি প্রেম হয়ে
আমার ভাবনার আকাশ জুড়ে
ও… চাঁদ হয়ে জোছনা ছড়াও
আঁধার ভূবন আলো করে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
হারিয়ে যাই, আমার আমি
তোমার প্রেমের অন্ধ মনে
ভেসে যাই সুখের স্রোতে
তোমার ঠিকানায় তরি বেয়ে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
চুপিসারে আমার মনে
স্বপ্ন হয়ে আস ভোরে
ফুল হয়ে শুভ্র ছড়াও
আমার ভেতর বাহির জুড়ে
চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
Lirik lagu lainnya:
- lirik lagu updatesrozz dyliams - ambul
- lirik lagu jonathan painchaud - pousse pousse
- lirik lagu diebanus - africa, brasil, jamaica
- lirik lagu prince daddy & the hyena - klonopin
- lirik lagu banda giom - o futuro
- lirik lagu dino james - achi maza aayi
- lirik lagu etiene - sou teu senhor
- lirik lagu rozz dyliams - hoggin operationism
- lirik lagu eduardo costa - meu coração
- lirik lagu luiz marenco - sangue pampa