lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu mohammad sijan - amar mon

Loading...

তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি

তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি

আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই

এ সাজানো ভুবন
তোকে নিয়ে গো জীবন
যদি ভুলে যাস আমার ঔ হাসি
তোকে নিয়ে পথ চলবো
মন খুলে তোকে বলবো
তোকে কতটা ভালো যে বাসি

দুজনের কত ছবি
তোর জন্য আজ হলাম কবি
জানি তুই শুধু আমার হবি

তোর মন খারাপে আমি থাকি
আর কিছু তো থাকিস রাখি
তখনও দিস না ফাকি

তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি

তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি

আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...