lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu modernotaku - jete pari

Loading...

[verse]
তোমায় রেখে দিয়েছি তো মনের ভিতরে আবার
আমার এ দেহ আর কারো নয়
তোকেই তো সব দিয়ে দিয়েছি আমার
তবু তুই সুখে রইলি না আর
তাই আমি কেঁদে রই
প্রভুর কাছে সারা রাত

[chorus]
তোমায় রেখে আমি
কই যেতে পারি?
তোমায় রেখে যেতে পারি?

[bridge]
(প্রভুর সাথে যদি কথা বলা যায় তাহলে
মনের মানুষের সাথে এত অভিমান?)

[pre~chorus]
মান আর করিস না
মন আমার আর
নিতে পারে না তোর অভিমান
তাই আমি কেঁদে রই
প্রভুর কাছে সারা রাত

[chorus]
তোমায় রেখে আমি
কই যেতে পারি?
তোমায় রেখে যেতে পারি?


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...