lirik lagu minar rahman - ki tomar naam
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম,
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম …।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো হাসাও…।।
Lirik lagu lainnya:
- lirik lagu melly mono - bagi rasa
- lirik lagu tonick - 回憶備份
- lirik lagu jeremy zucker - end
- lirik lagu metro boomin - blue pill
- lirik lagu sik-k (korea) - 내일 모레 (get that money) (prod. boycold)
- lirik lagu bedouine - solitary daughter
- lirik lagu rapsody feat. anderson .paak, black thought & moonchild - nobody
- lirik lagu capleton - everybody
- lirik lagu danilla - ini dan itu
- lirik lagu rayen pono - cinta itu kamu