lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu minar rahman - ki tomar naam

Loading...

সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।

ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।

সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।

কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।

কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।

কেন আবেগ মাখো অবিরাম,

কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।

কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।

অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।

অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।

কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।

কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।

কেন আবেগ মাখো অবিরাম …।

কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।

কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।

কখনো হাসাও…।।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...