lirik lagu minar rahman - bhul shohore
কোথায় হঠাৎ হারিয়ে তুমি
বদলে পথের ঠিকানা
দেখছি কেবল
চার দেয়ালের হাহাকার
বইছে না আর দখিন হাওয়া
স্তব্ধ মোহের সীমানা
শুনছি একা
কাঠগোলাপের চিৎকার
অনেক অভিমানের বন্ধ দরজা
আর তো কেউ নাড়েনা কড়া
একটি বার শুধু আর একটি বার
দাওনা মোরে সাড়া
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে
এই ভুল শহরে
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে
এই ভুল শহরে
এই ভুল শহরে
বদলে যাওয়া ঘোরের পৃথিবী
বদলে অবুঝ শিহরণ
আনমনেতে ইচ্ছেগুলোর অজুহাত
কথা ছিলো দেখবো দু’জনে
উড়তে থাকা শঙ্খচিল
আকাশ পানে
বাড়িয়ে আবার দুটো হাত
অনেক অভিমানের বন্ধ দরজা
আর তো কেউ নাড়েনা কড়া
একটি বার শুধু আর একটি বার
দাওনা মোরে সাড়া
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে
এই ভুল শহরে
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে
এই ভুল শহরে
এই ভুল শহরে
Lirik lagu lainnya:
- lirik lagu wacsodi, didiace - трофеи
- lirik lagu kane brown - what ifs (live from los angeles)
- lirik lagu los hermanos zuleta - tormentos de la vida
- lirik lagu nora winters - we don’t talk about it
- lirik lagu pav dharia - bedarde
- lirik lagu hooverphonic - looking for stars
- lirik lagu saba west - middle school days
- lirik lagu bear and a banjo - behind the preposition
- lirik lagu terence hedges - pentagram
- lirik lagu weasel priest - escape from the black lagoon