lirik lagu minar rahman - barabari
আমার ভেতরে আছো তুমি, আর তোমার ভেতরে আমি
চলোনা দুজন কিছু না ভেবে, অজানার পথে নামি
আমার ভেতরে আছো তুমি, আর তোমার ভেতরে আমি
ও চলোনা দুজন কিছু না ভেবে, অজানার পথে নামি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
দু: খের ভেতরে তুমি সুখী, আর সুখের ভেতরে দুখী
দুচোখ বুজে চলোনা এবার, নিয়ে ফেলি ঝুঁকি
দু: খের ভেতরে তুমি সুখী, আর সুখের ভেতরে দুখী
চোখ দুটো বুজে চলোনা এবার, নিয়ে ফেলি ঝুঁকি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
এএ. লালা রা-লালা লা
লা লা লা লালা লা লা লালা…
কেনো মানবো বল এ শাসন
কেনো মানবো বারণ, অকারণ
আমরা যে হয়েছি দুজনে শুধু
দুজনার এখন, দুজনার এখন
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
ও আমার স্পর্শে থাকো তুমি, তোমার স্পর্শে আমি
ও আমার স্পর্শে থাকো তুমি, তোমার স্পর্শে আমি
কাছাকাছি থাকার চেয়ে আর কি আছে দামি?
কাছাকাছি থাকার চেয়ে আর কি আছে দামি?
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
Lirik lagu lainnya:
- lirik lagu mac ayres - lonely
- lirik lagu margit sarholz & werner meier - hopp, hopp, hopp, pferdchen lauf galopp!
- lirik lagu threshold - the man who saw through time
- lirik lagu ski mask the slump god - with vengeance
- lirik lagu arkano - diferente
- lirik lagu autobus - último día
- lirik lagu exit mindbomb - vii
- lirik lagu cozman - ni nat
- lirik lagu evie clair - love you one more time
- lirik lagu after party - dzisiaj ty jutro ja