lirik lagu miles - shopno bhongo
Loading...
কত স্বপ্ন ছিলো দু’চোখে
কত আশা ছিলো এই বুকে
কত প্রেম কত কথা
কত হাসি গান
সে হাসি নেই তো আজ
হয়ে গেছে ম্লান।।
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।
বেদনায় কেঁদে উঠে মন যে আমার
ব্যথার সাগরে মিশে হয়ে একাকার
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।
কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়
স্মৃতির সড়কে এসে থমকে দাঁড়ায়।
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।।
Lirik lagu lainnya:
- lirik lagu publika - unde esti
- lirik lagu mplou - perpataw
- lirik lagu $crim - chopper season
- lirik lagu teezey3ra x lord gunner - welcome to the projects (3ra cut)
- lirik lagu countless skies - solace
- lirik lagu highlands worship - throne of grace
- lirik lagu bandgang biggs - love it
- lirik lagu fase - dime por qué
- lirik lagu jinjer - prologue
- lirik lagu dir en grey - utafumi