lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu miftah zaman - obosheshe

Loading...

চলেছি পথে অন্তহীন
শুধু এই আশায়
পথেরই শেষে রবে তুমি

আমারই প্রতীক্ষায়
দেখবে তোমাকে আমার দু নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধুসর ভূবন কৃষ্ণচুড়ার ছোঁয়ায়।।।

ব্যাথা ভরা এই মনের লাল গালিচায়
ঝরবে সুখেরই ফুল তোমারই পুজায়

ব্যাথা ভরা এই মনের লাল গালিচায়
ঝরবে সুখেরই ফুল তোমারই পুজায়
ভাঙবে তুমি ভুলের কপাল ভালবাসার মায়ায়।
দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙ্গাবে তুমি ধূসর ভূবন কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্নতা পেতে চায় শুধু বারেবার

কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার

পূর্নতা পেতে চায় শুধু বারে বার

আনবে তুমি রঙের দিশা

স্বপ্ন গড়ার ধরায়

দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙ্গাবে তুমি ধূসর ভূবন কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখেছে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন
দেখেছে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন
রাঙ্গালে তুমি ধূসর ভূবন

ভালবাসার ছোঁয়ায়।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...