lirik lagu miftah zaman - obelai
তুমি এসেছিলে আমারই কাছে
ভালোবাসবে বলে
তুমি এসেছিলে আমারই কাছে
ভালোবাসবে বলে
বুঝতে পারিনি আমি
বুঝতে দাও নি তুমি
বুঝতে পারিনি আমি
বুঝতে দাও নি
নীরবে চেয়েছিলে
আমার চোখের পানে
নীরবে চেয়েছিলে
আমার চোখের পানে
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
যখন তুমি গান গেয়েছিলে
আপন করে মোরে ডেকেছিলে
যখন তুমি গান গেয়েছিলে
আপন করে মোরে ডেকেছিলে
আমি তখন কোন নেশার টানে
তোমায় ফেলে অনেক দূরে
আমি তখন কোন নেশার টানে
তোমায় ফেলে অনেক দূরে
তুমি শুধু হেসেছিলে
সব ব্যথা আড়াল করে
তুমি শুধু হেসেছিলে
সব ব্যাথা আড়াল করে
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
এখন আমি একা বসে
আমায় রেখে তুমি গেছো চলে
এখন আমি একা বসে
আমায় রেখে তুমি গেছো চলে
কোথায় আজ হারালে তুমি
কোথায় আজ হারালে তুমি
আগে তোমায় কেনো
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি…
Lirik lagu lainnya:
- lirik lagu hasbro - moonwalk ponies
- lirik lagu dash groove feat. alternative kasual - banho de chuva (bootleg)
- lirik lagu minister of pain - fools
- lirik lagu the d/a method - the desert journey
- lirik lagu jupiter - the crucifixion
- lirik lagu lil neighbor - i'm n luv w a stripper (remix)
- lirik lagu capaz - nunca más
- lirik lagu biosphere - turned to stone
- lirik lagu hasbro - little hobo
- lirik lagu fvmeless - your love