lirik lagu miftah zaman - jare haat diye mala dite paro nai
Loading...
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?
ভুলে যাও মোরে ভুলে যাও
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?
আমি গান গাহি আপনারই সুখে
তুমি কেন এসে দাঁড়াও সমুখে
আমি গান গাহি আপনারই সুখে
তুমি কেন এসে দাঁড়াও সমুখে
আলেয়ার মতো ডাকিও না আর
নিশীথ অন্ধকারে
দয়া করো, দয়া করো
আর আমারে লইয়া
খেলো না, খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও ফিরিবে না সেই
শুভ লগনের বেলা
প্রিয় শুভ লগনের বেলা
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি?
তব চোখে কেন সজল মিনতি?
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি?
তব চোখে কেন সজল মিনতি?
আমি কি ভুলেও কোনদিনও
এসে দাঁড়ায়েছি তব দ্বারে?
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে?
Lirik lagu lainnya:
- lirik lagu k-rino - suicide note
- lirik lagu coro mc - vários flashes
- lirik lagu lm - en bas de chez toi
- lirik lagu rhyswigley - stronger than you (papyrus response)
- lirik lagu mindy smith - no one is to blame
- lirik lagu kat & roman kostrzewski - milczy trup
- lirik lagu dårlig vane - seint
- lirik lagu alex faith & dre murray - overexposed
- lirik lagu bryan x obi - ból
- lirik lagu plus62 - limerence