
lirik lagu miftah zaman - chiro adhora
[intro verse]
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
[main verse 1]
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু, সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
chorus]
ভালবাসবো তোমায়
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
[verse 2]
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু, একটিবার হাতটা দাও বাড়িয়ে
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
[repeat verse]
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু, সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
[outro verse]
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে
Lirik lagu lainnya:
- lirik lagu zayne - detox
- lirik lagu bea pelea - san juan
- lirik lagu kirkiimad - нананана (isabelle cover) (nananana)
- lirik lagu jon langford - nashville radio / death of country music
- lirik lagu no deal, gonzalo genek, valeria, heavy coste & dj j.l.p - 1000 km
- lirik lagu tarnes - hustler na zawsze
- lirik lagu susawildin - exotic
- lirik lagu teddy swims - silent night
- lirik lagu jay (김진환) - angel
- lirik lagu alushh - auto_dach