lirik lagu mahadi - shunil boruna
Loading...
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে হব আমি সবুজ
তুমি শাষণ করলে হব আমি অবুঝ
তুমি অরণ্য হও হব পাখি
তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি
Lirik lagu lainnya:
- lirik lagu mc krok - birds
- lirik lagu bd boy - sunrise nightcore
- lirik lagu inmyths - who are you?
- lirik lagu dead earth politics - artistic license
- lirik lagu dead earth politics - burial ground
- lirik lagu wolfgang ambros - oh st. hubertus
- lirik lagu oer - klucze do miasta
- lirik lagu bata band - cinta di sekolah
- lirik lagu akon - make me feel
- lirik lagu azure the paradox - untitled