
lirik lagu mahadi - babodhan
Loading...
শিল্পীঃ মাহাদী
অ্যালবামঃ বন্দনা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ আসিফ ইকবাল
যোগ করেছেন: এম এ রহমান রুমান
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে হব আমি সবুজ
তুমি শাষণ করলে হব আমি অবুঝ
তুমি অরণ্য হও হব পাখি
তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি
Lirik lagu lainnya:
- lirik lagu 6ix9ine feat. nicki minaj & murda beatz - fefe
- lirik lagu the vamps - just my type
- lirik lagu dave east - imagine
- lirik lagu dzh - same energy (feat. nate adamz)
- lirik lagu popcaan - firm and strong
- lirik lagu dimitri vegas & like mike feat. hardwell - unity
- lirik lagu kenny loften - good night
- lirik lagu nella kharisma - juragan edan
- lirik lagu saori yuki & sachiko yasuda - 螢
- lirik lagu happy asmara - aku kangen bojomu