lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu mahaan with 6 strings feat. ishtiaque - prithibi shundor

Loading...

উড়ে যাবে সুখ, চেয়ে রব
হয়তো না পাব, হয়তো পাব
ভাঙা কিছু স্বপ্ন নিয়ে বেচে রব

কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব।

আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।

চলে যাব দূরে ঐ দূর অজানায়
হারাবো সুর মোহনায়,
লুকিয়ে রব কোন এক শ্যামল মায়ায়
সবুজের ঐ সীমানায়।
কাকডাকা ভোর সপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস,
জোনাকির দল দলবেঁধে চল
আঁধারে হবে বসবাস।

আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।

সহস্র রাত আর দখিনা বাতাস
করল মাতাল আবাস,
তেপান্তরের ঐ মাঠ পেরিয়ে
আঁধারে হবে বসবাস।

আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...