lirik lagu mahaan with 6 strings feat. ishtiaque - prithibi shundor
Loading...
উড়ে যাবে সুখ, চেয়ে রব
হয়তো না পাব, হয়তো পাব
ভাঙা কিছু স্বপ্ন নিয়ে বেচে রব
কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
চলে যাব দূরে ঐ দূর অজানায়
হারাবো সুর মোহনায়,
লুকিয়ে রব কোন এক শ্যামল মায়ায়
সবুজের ঐ সীমানায়।
কাকডাকা ভোর সপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস,
জোনাকির দল দলবেঁধে চল
আঁধারে হবে বসবাস।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
সহস্র রাত আর দখিনা বাতাস
করল মাতাল আবাস,
তেপান্তরের ঐ মাঠ পেরিয়ে
আঁধারে হবে বসবাস।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
Lirik lagu lainnya:
- lirik lagu bruce hornsby & & the range - the way it is
- lirik lagu sekumpulan orang gila - bulanku
- lirik lagu roy acuff - i gambled and lost
- lirik lagu giggs - 501 (hollow & heston)
- lirik lagu lucie silvas - you got it
- lirik lagu zarina - bagaikan puteri
- lirik lagu poziomzero - no nie?
- lirik lagu berried alive - downsy
- lirik lagu hayley kiyoko - gravel to tempo
- lirik lagu blues pills - burned out