
lirik lagu mac manik featuring priya moni - lokkhishona
lokkhishona | mac manik featuring priya moni
song : lokkhishona
music arrenger : mac manik
studio : mac manik studio
lyricist : s a haque olik
singer : priya moni
song credit
s a haque olik
hridoy khan
লক্ষীসোনা
আদর করে দিচ্ছি তোকে
লক্ষ চুমু
মায়া ভরা তোরই মুখে।
লক্ষীসোনা
আদর করে দিচ্ছি তোকে
লক্ষ চুমু
মায়া ভরা তোরই মুখে।
কলিজা তুই আমার
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
তুই আমার জীবন
তুই ছাড়া মরণ
তুই যে আমারই
সাত রাজারও ধন।
তুই আমার জীবন
তুই ছাড়া মরণ
তুই যে আমারই
সাত রাজারও ধন।
কলিজা তুই আমার
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
তুই চাঁদের কণা ~
তুই ছানা বোনা
তুই যে আমারই ~
সব সুখেরই ঘর।
তুই চাঁদের কণা ~
তুই ছানা বোনা
তুই যে আমারই ~
সব সুখেরই ঘর।
কলিজা তুই আমার
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
Lirik lagu lainnya:
- lirik lagu 王菲 (faye wong) - 煙 (cigarette)
- lirik lagu christian guy cooper - no clue
- lirik lagu boulevard mitch - vandalize
- lirik lagu modrý efekt - blue effect street
- lirik lagu stellarr - вокруг
- lirik lagu joe "king" carrasco & the crowns - put me in jail
- lirik lagu skyrose9&heroin anthony - минетчица(blow job girl)
- lirik lagu fragile animals - q.wk
- lirik lagu 王菲 (faye wong) - 四月雪 (april snow)
- lirik lagu буерак (buerak) - неважно (slowed + reverb) (unimportantly)