lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu lysa ahmed lisa - aghat kore nile

Loading...

আঘাত করে নিলে জিনে,
কাড়িলে মন দিনে দিনে ॥

সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে-
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥

তুফান দেখে ঝড়ের রাতে
ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে,
কোথাও আমায় ছাড়লে না-যে-
যখন আমার সব বিকালো
তখন আমায় নিলে কিনে ॥


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...