lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu lopamudra mitra - tomar khola haowa lagiye

Loading...

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া

সকাল আমার গেল মিছে
বিকেল যে রয় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে রয় তারি পিছে গো

রেখো না আর
বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া

মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা

মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা

ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকটিতে
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকটিতে
দাও ছেড়ে দাও
ওগো, আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...