lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu lopamudra mitra - jodi prem dile na prane

Loading...

যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?
যদি প্রেম দিলে না প্রাণে

কেন তারার মালা গাঁথা?
কেন ফুলের শয়ন পাতা?
কেন তারার মালা গাঁথা?
কেন ফুলের শয়ন পাতা?
কেন দখিন~হাওয়া গোপন কথা জানায় কানে কানে?
যদি প্রেম দিলে না প্রাণে
যদি প্রেম দিলে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?

যদি প্রেম দিলে না প্রাণে
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল~হেন
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল~হেন
তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?

যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?
যদি প্রেম দিলে না প্রাণে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...