lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu kumar sanu - esho maa gauri maa

Loading...

এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা

বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে

এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা

পাকা ধানের সোনার শীষে
সবুজ পাখি গায়
ও কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পূজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা~রাঙা পায়ে

এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা

সুখে~দুঃখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাবো যতকিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মাগো তোমার
পূজার আয়োজন
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা

বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
বসে আছি পথ চেয়ে, মা
আশার আলো জ্বেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো, তুমি এলে

এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা
এসো মা, এসো মা
এসো মা, গৌরী মা

এসো মা, এসো মা
এসো মা, এসো মা


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...