![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu kumar sanu & kavita krishnamurthy - bikeler shesh aalo
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
কখন আবার ভোরে ভাল করে,
কালো রাত ছুটি নিবে নৗলাকাশে৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
সেই সিঁদুরের লালে
লাল এ বিকেল,
সেই দেখে কালো রাত ঘোমটা সরায়৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
lyrics added by আ. নাকির
Lirik lagu lainnya:
- lirik lagu adriana - nossa missão
- lirik lagu 加藤いづみ - オンナトモダチ
- lirik lagu news - 永遠
- lirik lagu bisma - begitu indah (feat. piyu)
- lirik lagu luiza possi - sigo
- lirik lagu aspen hourglass - better answers
- lirik lagu michiko - setiap detik
- lirik lagu pee wee gaskins - jumping jupiter
- lirik lagu kylie minogue - feel the fever
- lirik lagu 中孝介 - さゆさ