lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu kichudin mone mone - parvathy baul

Loading...

[verse]
ইশারায় কইবি কথা গোঠে~মাঠে
রাই রাই লো
ইশারায় কইবি কথা গোঠে~মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে, কেউ না শোনে

[chorus]
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে

[verse 2]
ও রাই ধ্বনি, রাই ধ্বনি
শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
শ্যামকে যখন পড়বে মনে
আরে চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে

[chorus]
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...