lirik lagu khorshad shazib - notun jibon
[গানের কথা “notun jibon” ft. khorshad shazib]
[verse 1]
হৃদয় মানে না কোনো কারণ
ভালোবাসা কখনো হারিয়ে গেলে
প্রিয় মুখ, প্রিয় মুহূর্ত
বেঁচে থাক স্মৃতি
সত্যি কথা কেউ কারো নয়
কারো জন্যে বসে থাকে না কেউ
জীবন খুব ছোট
[verse 2]
হৃদয় থমকে পরে থাকে
হতাশার চাদরে মুখ লুকিয়ে
খুঁজে ফেরে, মনে পরে যায়
প্রিয় সব স্মৃতি
আমি জানি সময় পাল্টে যাবে
রূপকথার মতো ফিরবে না কেউ
উত্তর খুঁজি জীবনের মাঝে
[pre~chorus]
দুঃখ নিয়ে একা আর কতদিন
কান্না সব পুড়ে যাক
সব ভুলে মিশে যাও মানুষের মাঝে
আকাশের মেঘ সরে যাক
[chorus]
শুরু হোক
নতুন জীবন
বেঁচে থেকো
ভালোবেসো
বেঁচে থেকো
[bridge]
এখানেই শেষ নয়, পৃথিবীর আরো গহীনে
খুঁজে পাবে, বেঁচে থাকার অনেক কারণ
ভুলে সব অভিমান, মিশে যাও মানুষের মাঝে
খুঁজে পাবে, ভালোবাসার অনেক কারণ
[chorus]
শুরু হোক
নতুন জীবন
বেঁচে থেকো
ভালোবেসো
বেঁচে থেকো
ভালোবেসো
Lirik lagu lainnya:
- lirik lagu kai mori - 4cid
- lirik lagu cate downey - enough to drink (demo)
- lirik lagu savelno - дорого (expensive)
- lirik lagu dents tranchantes - outro
- lirik lagu kean farrar - undisclosed
- lirik lagu 2req & uglyxxxander - north ice
- lirik lagu גלי עטרי - simanim - סימנים - gali atari
- lirik lagu markus sobers - deaf ears
- lirik lagu rxbbits - huntress wizard
- lirik lagu kelela - fooley (leech ambient queen remix)