lirik lagu khola chhad unlimited - gormila
verse 1
এসব প্রে~ম প্রে~ম ভাল~বাসা
ধী~রে ধী~রে কাছে অাসা
তার চেয়ে ঢের ভাল
একা একা দেশ ভ্রমনে।
chorus
দুর ছাই !! সবি গরমিলে…।
verse 2
চুপি চুপি হৃদয়ের কথন
চুপি চুপি হয় আবেগের ক্ষরন।
এরপর স্বপ্নের.. জাল বুনা
তারপর কারো.. হাল ছাড়া।
chorus
দুর ছাই !! সবি গরমিলে…।
verse 3
অবশেষে কেউ আসক্ত
হয়ে পড়ে ঐ মাদকে।
পরিশেষে কেউ পরিনত
হয়ে উঠে এক ঘাতকে।
কেউবা আবার দেয়…
বিসর্জন নিজেকে, নিরবে…।।
chorus
দুর ছাই !! সবি গরমিলে…।
verse 4
শুনেছি ঐ হিমালয়ে
রাখে কান্না জমিয়ে।
শুনেছি ঐ মেঘালয়ে
রাখে শহর লুকিয়ে।
শুনেছি ঐ মরুর দেশে….
ক্লান্ত পথিক হারায় তৃষ্ণার্ত হয়ে…।।
chorus
দুর ছাই !! সবি গরমিলে…।
verse 5
আমিওতো, চাইছি তেমন
যেন সব কিছু ভূলে হারাতে।
অনেক ক্লান্ত, হৃদয় আজ
এই শহরের আঁকা বাঁকা গলিতে।
যাব আমি একা আজ
কোন দূর দেশের দূর নির্জনে…।।
chorus (final)
দুর ছাই !! সবি গরমিলে…।
verse 6 (optional outro)
এসব প্রে~ম প্রে~ম ভাল~বাসা
ধী~রে ধী~রে কাছে অাসা
তার চেয়ে ঢের ভাল
একা একা দেশ ভ্রমনে।।
chorus (outro)
দুর ছাই !! সবি গরমিলে…।
Lirik lagu lainnya:
- lirik lagu monty c. benjamin - blame summer
- lirik lagu jey brownie - rose chromé
- lirik lagu dizzyeight, 954mari, musicality & canvas - strongest iii
- lirik lagu ganji killah - la ballata dei plebei
- lirik lagu звёзды (stars rus) - рената литвинова (renata litvinova)
- lirik lagu alter bridge - trust in me
- lirik lagu carla werner - heaven is a word
- lirik lagu aka_sidoh - feu d'bois (prod. señor beats)
- lirik lagu hindarfjäll - hednatid
- lirik lagu sia kitty - broken mirrors