lirik lagu kaya - bosonto batashe
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান বনের ফুল।
হাইরে,
বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান বনের ফুল।
ফুলের গন্ধে মন আনন্দে।।
ভ্রমরা আকুল, সই গো,
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের টঙ্গে, বাড়ির পূর্ব ধারে।
হাইরে,
বন্ধুর বাড়ির ফুলের টঙ্গে, বাড়ির পূর্ব ধারে।
সেথায় বসে বাজায় বাঁশি।।
প্রাণ নিলো তার সুরে, সইগো
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।
মন নিলো তাঁর বাঁশির গান, রুপে নিলো আঁখি।।
তাইতো পাগল আব্দুল করিম।।
আশায় চেয়ে থাকি, সই গো
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে।।
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে।।।
Lirik lagu lainnya:
- lirik lagu rj - feelin myself
- lirik lagu cast of falsettos - 32. holding to the ground
- lirik lagu the devil wears prada - submersion
- lirik lagu 에일리 - 까꿍 why you think i'm in love with you
- lirik lagu nofx - dead beat mom
- lirik lagu rap genius arabia - dz rappers / دليل الرابرز الجزائريين
- lirik lagu acid ghost - all alone
- lirik lagu saint e - technicolor
- lirik lagu cecilia - hide no more
- lirik lagu daniel rossen - you're crossing a river