lirik lagu kanak chapa - dukkho amar bashor raater
দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
((মিউজিক আপলোড শহিদুল ইসলাম))
দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার।
নিন্দা আমার প্রেম উপহার।
সাত নদী হার কলঙ্ক।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
শাষণ বেড়ী, দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি।
শাষণ বেড়ী দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি।
মরমের আগুন এখন দ্বিগুন আমার।
মরমের আগুন এখন দ্বিগুন আমার।
দিবস রাতি নিঃসঙ্গ।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না।
সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না।
কপালের লিখন এখন বসন হয়ে
কপালের লিখন এখন বসন হয়ে
জড়িয়ে আছে অঙ্গ।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার।
নিন্দা আমার প্রেম উপহার।
সাত নদী হার কলঙ্ক।।
দুঃখ আমার, আমার
বাসর রাতের পালঙ্ক
Lirik lagu lainnya:
- lirik lagu victoria bernardi - me olvido
- lirik lagu фіолет - двоє проти всіх
- lirik lagu prettyboysavg - tub walk
- lirik lagu daniel angelus - reflection
- lirik lagu y-bash - issue
- lirik lagu kacey musgraves - slow burn
- lirik lagu within destruction - extinction
- lirik lagu muzi & saint seaba feat. una rams - chocolate dreams
- lirik lagu vita alvia - bohoso moto
- lirik lagu tangerine - fever dream