lirik lagu kabir suman - janlar kanche
Loading...
জানলার কাঁচে বাতাস ধাক্কা দিচ্ছে
হন্যে বাতাস পাল্টে দেবার ইচ্ছে
বলছে বাতাস, আয় রে, পাল্টে আয়
দেখতে দেখতে সবই পাল্টে যায়
পাল্টায় মন, পাল্টায় চারপাশ
রাস্তায় আসে নতুন রুটের বাস
পাল্টায় চেনা মুখের দেখন~হাসি
পাল্টাও তুমি, তোমায় দেখতে আসি
পাল্টায় নাম ভাড়াটের তালিকায়
বলছে বাতাস, আয়, পাল্টাবি আয়
রাস্তার নাম পাল্টায় একদিন
ধারা পাল্টায় মাও সে তুং~এর চীন
প্রেম পাল্টায়, শরীরও পাল্টে যায়
ডাকছে জীবন, আয়, পাল্টাবি আয়
পাল্টায় মত, পাল্টায় বিশ্বাস
শ্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস
ফিসফাসটাও পাল্টে যেতে পারে
হঠাৎ কারওর প্রচন্ড চিৎকারে
অন্য বাতাস নিয়ত পাল্টে দিচ্ছে
এমন কি সব পাল্টে যাবার ইচ্ছে
জানলার কাঁচে বাতাস ধাক্কা দিচ্ছে
হন্যে হাওয়া পাল্টে দেবার ইচ্ছে
Lirik lagu lainnya:
- lirik lagu jmthemelomane - clouds
- lirik lagu nelson padilla - en la cancha (90 minutos)
- lirik lagu rakova - romanian history x
- lirik lagu new york dolls - personality crisis [paris le trash]
- lirik lagu the grand yellow - like starlight
- lirik lagu chaos before gea - from the cradle to the grave
- lirik lagu lilac boy - exe exe
- lirik lagu last-dude - idont give a fck (mashup)
- lirik lagu miss baba - f+
- lirik lagu zaunpfahl - staatlich anerkannt (lungersong)