lirik lagu kabir suman - bed-cover er prante
বেড কভারের প্রান্তে রাস্তা
সবুজ নকশা জঙ্গল
যখন তখন বেরিয়ে আসবে
পাগলা হাতির দঙ্গল
বেড কভারের প্রান্তে রাস্তা
সবুজ নকশা জঙ্গল
যখন তখন বেরিয়ে আসবে
পাগলা হাতির দঙ্গল
বেড কভারের নিচেই বালিশ
খেলার পাহাড় হলে
গোঙাতে গোঙাতে দেশলাই গাড়ি
পাহাড়েই যাবে চলে
গোঙাতে গোঙাতে দেশলাই গাড়ি
পাহাড়েই যাবে চলে
পুরনো কৌটো, পাহাড়ি বাংলো
সেখানে জিরোনো যাবে
কল্পনা নিয়ে খেলতে খেলতে
ছোট্ট ছেলেটা ভাবে
দেশলাই কাঠি আসলে মানুষ
বানানো নদীতে ভাসে
খরা ও বন্যা, দু’টোরই খবর
ছেলেটার কানে আসে
খরা ও বন্যা, দু’টোরই খবর
ছেলেটার কানে আসে
খানিক দূরেই কাগজের প্লেন
বানাতে শিখেছে সদ্য
বড়রা বৃথাই দামী দোকানের
খেলনা কিনতে হদ্দ
দামী খেলনাটা কিনে দিয়ে ফের
কেড়ে নেওয়া তুলে রাখা
খেলনার চেয়ে ঢের বেশি দামী
খেলনা কেনার টাকা
এত টাকা দিয়ে খেলনা কিনেছি
নিজেই খেলবো তবে
মেট্রো চ্যানেলে নতুন যুগের
ছেলে~মেয়ে বড় হবে
মেট্রো চ্যানেলে নতুন যুগের
ছেলে~মেয়ে বড় হবে
ছোট্ট ছেলেটা তার টাকা আঁকে
রঙিন রঙিন নোট
এগুলোই হবে ব্যালট পেপার
বড়দের হলে ভোট
নোট নিয়ে খেলা, ভোট নিয়ে খেলা
ছোটতে~বড়তে মিলে
জীবনের নোট নিয়ে গেল ব্যাঙ
ভোট নিয়ে গেল চিলে
চিলেকোঠা নেই, ফ্ল্যাট এর রাজ্য
শোবার ঘরের কোনে
বেড কভারেই দেশলাই গাড়ি
চলছে আপন মনে
বেড কভারেই দেশলাই গাড়ি
চলছে আপন মনে
Lirik lagu lainnya:
- lirik lagu lavesta - haunted
- lirik lagu 3nigma - tikthot
- lirik lagu mellymel (sa) - #freestylefridays (08-05-2020)
- lirik lagu vita peis - αιχμάλωτοι (aixmalwtoi)
- lirik lagu kdfromthe5 - all night
- lirik lagu sollo7 - papa said
- lirik lagu ken theriot - hatton woods
- lirik lagu vita peis - στην πρώτη γραμμή (sthn prwth grammh)
- lirik lagu jadn - angels and demons
- lirik lagu mvcky - macky