lirik lagu jeet gannguli & anwesha dutta gupta - aaj amaye
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
দুজনের একা হওয়া
আমাদের দেখা হওয়া
যেন লিখে রাখা ছিল তাই
দুটো পাখি একই ডালে
হাওয়াদের তালে তালে
পাশাপাশি উড়ে চলে যায়
ও
কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোরই নাম, তোরই ছবি
একেছি গোপনে
আজ কেমন শুন্য তোকে ছাড়া
ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আমি তোর ছায়া হবো
কিছুটা বেহায়া হবো
চেয়ে নেব চেনা আবদার
ঘুমের ভিতরে তোকে
ঘুরাবো নরম নদী
ঢেকে দেব মেঘেতে আবার
কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোরই নাম, তোরই ছবি
এঁকেছি গোপনে
আজ আমায়
স্বপ্ন দেখাবি আয়
এক নতুন
গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
Lirik lagu lainnya:
- lirik lagu rabito - adiós mi linda mamá
- lirik lagu jun.k - 결혼식 (your wedding)
- lirik lagu nav feat. lil uzi vert - wanted you
- lirik lagu 김기열 - 밥이 넘어가니
- lirik lagu sabrina carpenter - tomorrow starts today
- lirik lagu lil nashy - only you
- lirik lagu alastar - sadist
- lirik lagu bbaxxx - don't have
- lirik lagu サトミツ&ザ・トイレッツ - 今夜はclean it!
- lirik lagu mangli - ee cheekati chedhisthuuu