lirik lagu jay das - tumio
[verse 1]
তোমার অভাবে রঙিন এক সকালে
মনটা ধূসর লাগে বুঝাবো কী?
তোমার ভালোবাসাতে রহস্য লুকিয়ে থাকে
যদিও দ্বিধা সেই তবুও চিঠি লিখে পাঠিয়ে দেই
আমার হিসেবে এই অনুভূতির তুলনা নেই
[pre~chorus]
আমার হাতে লেখায় কত যে ব্যথা লুকায়
তবুও লিখে যাই তোমার আশায়
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
তুমিও, তুমিও, yeah
তুমিও শুধু আমার চোখে ভাসো, yeah
[verse 2]
থামো! কী বলতে চাই একবার তো শুধু শোনো
কানে headphone দিয়ে কোথায় যাও? i don’t know
কেটে না দিন অপেক্ষায় তোমাকে বলবো (বলে দিবো)
কারণে অকারণে এসেছি নির্বাসনে
হুশ~জ্ঞান তো চলে গেলো তোমার সাথে
[pre~chorus]
আমার হাতে লেখায় কত যে ব্যথা লুকায়
তবুও লিখে যাই তোমার আশায়
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
[instrumental break]
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
তুমিও, তুমিও, yeah
তুমিও শুধু আমার চোখে ভাসো, yeah
Lirik lagu lainnya:
- lirik lagu yc (deu) - legday
- lirik lagu stixx (producer) - die yung (freestyle)
- lirik lagu leolabandit - zuhälter (rap la rue)
- lirik lagu venom symbiote - the first appearance
- lirik lagu м4ленкий (m4lenkiy) - guaappp
- lirik lagu luna blue - crash my car
- lirik lagu og stevo - guilty
- lirik lagu marina - mowgli’s road (demo)
- lirik lagu spidal - amsterdam
- lirik lagu mr. luis - freestyle