lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu jay das & as omix - mugdho

Loading...

[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য!

[verse 1]
হৃদয়ের মেলায় ভেসে বলো কতো গল্প
পাহাড় চূড়ায় বসে দেখো কতো স্বপ্ন
যে তুমি সারাদিন

[pre~chorus]
অন্ধকারে তোমার আলো খুঁজি
নীরব চাঁদের তুমি তো চামেলি
নিজের মতো স্বাধীন

[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য
তোমার মতো

[verse 2]
কোথায় আবার গেলে
আমাকে না বলে?
দেখি মাঝে মাঝে
ফিরে কী তাকালে?
কারণ, আলো ছাড়াতো আঁধার অর্থহীন!
[pre~chorus]
অন্ধকারে, তোমার আলো খুঁজি
নীরব চাঁদের, তুমি তো চামেলি
নিজের মতো স্বাধীন

[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য
তোমার মতো!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...