lirik lagu james - eai gaan sesh
নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়?
হয়ে গেছে ভালবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান-ই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান-ই শেষ গান
হতেও পারে আমাদের এই মিলনমেলা এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস
হতেও পারে বিষাদের এই জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু নীরবতায় সে ব্যর্থ
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান-ই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান-ই শেষ গান
দুঃখ আমার সাথেই আছে
তবু দেখ দুঃখী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয়মেলায়
এতেই নিহিত সুখ হয়ত
কিসের এত দুঃখ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ
পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন
সময়টাতো বড় অল্প
নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়?
হয়ে গেছে ভালবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান-ই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান-ই শেষ গান
Lirik lagu lainnya:
- lirik lagu jeff wayne - fog
- lirik lagu kennedy holmes - wind beneath my wings (the voice performance)
- lirik lagu dygta - kau cintaku
- lirik lagu lina and the lions - maybe we were meant to be alone
- lirik lagu camelphat - breathe
- lirik lagu jogo - tis the season
- lirik lagu earl sweatshirt - december 24 (bad acid)
- lirik lagu bbymutha - d.i.y.
- lirik lagu highlight (하이라이트) - loved (사랑했나봐)
- lirik lagu lina and the lions - passing by