lirik lagu isheeta ganguly - ore grihabasi
ওরে গৃহবাসী (রবীন্দ্রসংগীত)
…অংশু…
ওরে গৃহবাসী
খোল্,
দ্বার খোল্,
লাগল যে দোল।
স্থলে জলে বনতলে
লাগল যে দোল।
দ্বার খোল্,
দ্বার খোল্॥
ওরে গৃহবাসী খোল্,
দ্বার খোল্,
লাগল যে দোল।
স্থলে জলে বনতলে
লাগল যে দোল।
দ্বার খোল্,
দ্বার খোল্॥
রাঙা হাসি
রাশি রাশি
অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে
মেশা প্রভাত-আকাশে,
রাঙা হাসি
রাশি রাশি
অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে
মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে
রাঙা হিল্লোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥
ওরে গৃহবাসী.
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে
ঘাসে ঘাসে।
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে
ঘাসে ঘাসে।
মৌমাছি ফিরে যাচি
ফুলের দখিনা,
পাখায় বাজায়
তার ভিখারির বীণা,
মৌমাছি ফিরে যাচি
ফুলের দখিনা,
পাখায় বাজায়
তার ভিখারির বীণা,
মাধবীবিতানে
বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥
ওরে গৃহবাসী
খোল্,
দ্বার খোল্,
লাগল যে দোল।
স্থলে জলে বনতলে
লাগল যে দোল।
দ্বার খোল্,
দ্বার খোল্
ওরে গৃহবাসী.
Lirik lagu lainnya:
- lirik lagu revólver plateado - libélula
- lirik lagu miami monroe - daddy issues
- lirik lagu conrado & aleksandro - ao vivo
- lirik lagu thomas maguire - poor boy blues
- lirik lagu klima - schwesterherz
- lirik lagu cleber & cauan - deixa eu pensar
- lirik lagu katarzia feat. michal tolgyessy - toto čo je (feat. michal tolgyessy)
- lirik lagu granada metal - iman
- lirik lagu mind assault - my donker
- lirik lagu maxwel - jozu