lirik lagu irfug - comilla 3500
[verse 1: sadzz]
aye, let’s go
আমার পোলাপান একলগে
ভালার ভালা, খারাপ একের, মালপাতি ready stock~এ
giving shoutout to চর্থা, i’m from the south zone
cruel known, ২ নং sector পুরা thug zone
ভাইনীতি এইদিকে সব terror ৫০০
কাপঝাপ হইলে পৌইছা যাইবো direct লাশ~সহ
পুরান মাল ভাঙারি, সব পাকনা ঝুনা ঝুনা
line~এর কথা line~এ না থাকলে সব খায়া যাবি ধুনা
টমসমব্রীজ, তালপুকুর, রানীরদীঘি, রাজাপাড়া
রানীরবাজার, শাসনগাছা, ধর্মপুর, ঠাকুরপাড়া
পুলিশলাইন, রাজগঞ্জ, চকবাজার, পট্টিপাড়া
সব set, জায়গা মত পোলাপান সব খাড়া
aye, কদর করলে আদর বারে, না করলে শেষ
বেয়াদপি হইলে চোখ পল্টি, ভায়াপি শেষ
এডা দেখ দেখ, ঠিকানা দেখ দেখ কুমিল্লা ৩৫০০
দেখ দেখ ঠিকানা দেখ দেখ, code ৩৫০০
[chorus: irfug]
এইডা কুমিল্লা, পোলাপান সব খারাপি
এই কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
এই কুমিল্লা, পোলাপান সব খারাপি
এইডা কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
[verse 2: irfug]
গুলি চালাবি তো ভায়া চালা ঠিকসে (ঠিকসে)
পোলা হাতে গুলি মাইরা কয় খেলা জিতসে (জিতসে)
আরে নলা শিখসে, উড়তে পাঙ্খা লাগে না
তোগো খোঁচা~খোঁচি দেইখা আমার চাঙ্গা লাগে না
বেটা ঝাওয়ালি জিন্দেগি কইরা পার, আমি কার?
মন প্রাণ কয় পয়সা~পাত্তি দরকার
তাইলে করি hustling, suit~এর উপরে bandana
যারা জন্মেরতে street, ওগো অলি~গলি চিনা
শোন, মিষ্টি মধু খাইতে চাইলে চইলা যা গা border এলাকায়
পাইলে পিডাই যত বাবাখোর, cheater (দৌড়া)
দুই~চার~পাঁচ এ খেলা হইলে board এইডা আমার
খালি মুখে ডাক দিলে এদিকে load সব কামান
চলে উৎপাত মহল্লার প্রতি গল্লি, চিপা মোরে
অন্ধকারে চুপে সিলি পরে খুরের সব পোচে
mbbs পোলাপান জন্মেরতে operation master
welcome to কুমিল্লা, ভাই~ব্রাদার লইয়া তোলপাড়
[chorus: irfug]
এইডা কুমিল্লা, পোলাপান সব খারাপি
এই কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
এই কুমিল্লা, পোলাপান সব খারাপি
এইডা কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
[verse 3: pakhandi]
এই দেখ কারা খারা, খবর ল তারা কারা
বাংলা rap সারা দেশে, মাগার আলাদা কুমিল্লা
লইয়া দেখ feel’ডা, খাঁটি বাংলা হুইন্না
লইয়া লইসি গিল্লা ভাই~ব্রাদার মিল্লা, চিল্লা
পোলাপানডি কই? ওই!
সারাদেশে লাইগ্যা গেসেগা হইচই
খারার উপরে যহন আমি আমার mic লই
যা কই, তা শই!
সব নলা ভাইগ্যা গেলি কই?
দেখ কারা খারা, আকাশেরই যেন তারা
hip~hop ওগো রক্তে, বাড়ি কুমিল্লা
ভাই gorilla, কইরা দিব ভিল্লা
জান লইয়া পালা নাইলে একটা কদম আগা
গানে নাই ধার, খালি দামি কারবার
নেশা কইরা ছারখার তাগোর ঘড় সংসার
কইরা কালা কারবারি ওগোর বাপে করসে বাড়ি
রাইখা মোল্লার মত দাড়ি কাকা করে বাটপারি
[chorus: irfug]
এইডা কুমিল্লা, পোলাপান সব খারাপি
এই কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
এই কুমিল্লা, পোলাপান সব খারাপি
এইডা কুমিল্লা, পাড়া দিলে হাত উঠাবি
দেখ কুমিল্লা, পোলাপান সব খারাপি
আমগো এলাকায় ঢুকলে নগদ হাত উঠাবি
Lirik lagu lainnya:
- lirik lagu queen - water (demo)
- lirik lagu breanna barbara - you got me high
- lirik lagu ushira - в обломках кораблей (in the wreckages of ships)
- lirik lagu mikeytoon - i don’t wanna rule the world
- lirik lagu boy v - zombie lover
- lirik lagu fbg young - i know
- lirik lagu leslie mills - winter’s garden
- lirik lagu gxthden - eternity
- lirik lagu wahala tg - divide
- lirik lagu melim - mapa