lirik lagu indrani sen - bone
Loading...
বুলবুলি নীরব, নার্গিস বনে।
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে…
বুলবুলি নীরব, নার্গিস বনে।
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে…
বুলবুলি নীরব, নার্গিস বনে…
সিরাজের নওরোজে, ফাল্গুন মাসে,
যেন তান প্রিয়ার সমাধীর পাশে…
সিরাজের নওরোজে, ফাল্গুন মাসে,
যেন তার প্রিয়ার সমাধীর পাশে…
তরুন ইরান কবি কাঁদে নিরজনে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব, নার্গিস বনে…
উদাসীন আকাশ ঠির হয়ে আছে,
জলভরা মেঘ লয়ে বুকের মাঝে।
সাকির শরাবেরও পেয়ালার পরে,
সকরুন অশ্রুর বেলফুল ঝরে,
সাকির শরাবেরও পেয়ালার পরে,
সকরুন অশ্রুর বেলফুল ঝরে।
চেয়ে আছে ভাঙ্গা চাঁদ মলিন অনলে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব, নার্গিস বনে,
ঝরাবনো গোলাপের বিলাপ শুনে।
বুলবুলি নীরব নার্গিস বনে…
Lirik lagu lainnya:
- lirik lagu yusuf ubay - i will find you [ost the professionals]
- lirik lagu a loss for words - 20 block
- lirik lagu xabi solano - nere mundu polit txiki hontan
- lirik lagu the weeknd - airports
- lirik lagu sango & xavier omär - jmk (bonus track)
- lirik lagu mark hollmann - act one finale
- lirik lagu vendetta - zai
- lirik lagu sleaford mods - the committee
- lirik lagu nessly - never knew
- lirik lagu cheri keaggy - bind me to you