lirik lagu indalo - isd
Loading...
যদি রাত দুপুরে ঘুম ভাঙ্গে,
আমি পাশে নেই
ভয় পাবে কি?
অচেনা শহরে অচেনা কোন মুখ দেখে
মনে পড়বে কি?
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
অলস কোন বিকেলে
লাল-কাঁচ গ্লাসে পোড়ে সময়
চুরমার, মাতাল
বরফ গলা রাত, ভেলভেট চাদর
তবুও কি স্বপ্নের আকাল?
যখন তোমার নীল রাতে
একে একে স্বপ্ন ফুরায়,
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
যখন তোমার নীল রাতে
পাখিরা স্বপ্ন হারায়,
নতুন খামে পুরনো চিঠি
পাঠায় তোমার ঠিকানায়।
যখন তোমার ভয়গুলো,
আমার কাছে অসহায়
নতুন খামে পুরনো চিঠি
তোমার ঠিকানায়।
Lirik lagu lainnya:
- lirik lagu reunite in space - perjalanan baru
- lirik lagu dhyo haw - di balik hari ini
- lirik lagu netta kusuma dewi - dari sabang sampai merauke
- lirik lagu megpoid gumi - kuroneko
- lirik lagu vadi akbar kanya pinandita - begitulah cinta
- lirik lagu mighty sparrow - man will surive
- lirik lagu jai kelli - ride with me
- lirik lagu sesame street - one banana
- lirik lagu apocaplypse - on the way to the stars
- lirik lagu apocalypse - not like you