lirik lagu imran - moner nagale
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগেই ফিরিয়ে দিতে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
না না না নানা নারা…
স্মৃতির শহর দাপিয়ে বেড়াই আমার ভুলের খুজে
কারণে যার ছেড়েছ আমায় এতটা সহজে
তোমাকে যে কখনও আর পাবনা আমার পাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালোবাসে
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগে ফিরিয়ে দিতে
এ হে না না না…
আমি ছাড়ায় এখন আমার ভালবাসা ভালোয় আছে
এটায় এখন শান্তনায় আমার নিজের কাছে
তোমাকে যে কখনও আর পাবনা আমার পাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালোবাসে
মনের নাগালে এসেও হারালে
পারছি তা মেনে নিতে
সপ্নের সাগরে ভাসিয়ে ডুবালে
আগেই ফিরিয়ে দিতে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
তোমার অভাবে জীবন যে আজ পুরুটায় ফেকাশে
আহত এই মন এখনো তবু তোমাকেই ভালবাসে
না না না না নারে নারে…
Lirik lagu lainnya:
- lirik lagu loh - testimony
- lirik lagu colapesce - decadenza e panna
- lirik lagu solar - kevlar
- lirik lagu jubel - illusion
- lirik lagu wild beasts - maze
- lirik lagu dado polumenta feat. djani - zene
- lirik lagu stephen sharer - share the love
- lirik lagu まふまふ - 罰ゲーム
- lirik lagu ana vilela - talvez
- lirik lagu ahnist - ghostvice