lirik lagu imran - bahudore
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
একই সাথে পথ চলা
কত কথা ছিলো বলা
সবই যেন আজ শুধু স্মৃতি হলো
জানিনা এ কোন রাত এলো
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
একা একা বেঁচে থাকা
তোকে ছাড়া চলে না জীবন
লাগে যেন সবই ফাঁকা
বুকের ভেতর এ কী দহন
চেনা চেনা একই পথে
তোরই আশায় এখনো বসে
পাশাপাশি হাঁটবো সাথে
আবারো খুব ভালোবেসে
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
মনে মনে খুঁজে ফিরি
ভালোবাসি তোকে যে ভীষণ
কত বাঁধা দিলে পাড়ি
বলনা হবো তোরই আপন
যত ভাবি ভুলে যাব
তত বেশি যেন পরে মনে
ভালো কেমন বাসি আমি
শুধু আমার এই প্রাণ জানে
জ্বলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল
তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মত
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে
made by সামিউল আলম
Lirik lagu lainnya:
- lirik lagu cá hồi hoang - có thể
- lirik lagu ford. feat. sophie meiers & hanz - lazy sad
- lirik lagu luis fonsi & demi lovato - not on you
- lirik lagu spitz - 魔法
- lirik lagu radney foster - for you to see the stars
- lirik lagu matt gilman - holy
- lirik lagu григорий лепс - что ж ты натворила
- lirik lagu lil slim c - who am i
- lirik lagu hesperus - daydream about sleeping
- lirik lagu joshua micah - heart stops beating