lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu imran mahmudul & konal - mayabi (মায়াবী) (from " borbaad")

Loading...

[verse 1: imran mahmudul]
বল কি করে হলো রে এমন?
সব ব্যথা তুই ছুঁলে সেরেছে
বল কি করে আজ কি করে এই মন
সব কথা তোর কাছে বলেছে
চাইছি না, চাইবো না তুই ছাড়া কিছু আর

[chorus: imran mahmudul]
মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)
চোখে তোর ডুবেছি
মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)
প্রেমে তোর মরেছি

[verse 2: imran mahmudul]
অগোছালো আমার এই জীবনটা
দিয়ে যা দিয়ে যা না তুই গুছিয়ে
ছাড়বো সব তোরই এক ইশারায়
পারবো না থাকতে তোর না হয়ে

[pre~chorus: imran mahmudul]
হো, কবে তুই আমার হবি?
আমাকে নিয়ে নিবি জোর করে তোর করে
বল না আমায়?

[chorus: imran mahmudul]
মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)
চোখে তোর ডুবেছি
মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)
প্রেমে তোর মরেছি
[verse 3: konal]
হয়েছি আমি তোর যে কখন
পড়ে না পড়ে না রে মনে
ঢেউ হয়ে তোর চোখের সাহারায়
চাইবো এ তোর প্রাণের গোপনে

[pre~chorus: konal]
হো, কবে তুই আমার হবি?
আমাকে নিয়ে নিবি জোর করে তোর করে
বল না আমায়?

[chorus: imran mahmudul, konal]
মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)
চোখে তোর ডুবেছি
মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)
প্রেমে তোর মরেছি


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...