lirik lagu imran & bristy - bolo sathiya
বল সাথীয়া এই ভাঙা মনে লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।
তুমিহীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায়, ডানা ছাড়া যায় কি উঁরা ।
দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।
দিপ নিভে যাওয়া আরালে,
কেন তুমি পা বাড়ালে,
মেঘলা মোমেরই আকাশে,
সূর্য হয়না উদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে,
স্বপ্ন জরানো দুচোখে,
লুকিয়ে আছে সংশয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে হৃদয় ।
তুমি হীনা রাত দিন,
লাগে কি যে কঠিন,
কেউ জানে না জানে সময় ।
বল সাথীয়া এই ভাঙা মন লাগে কি জোড়া,
বল না বল হায় ডানা ছাড়া যায় কি উঁরা ।
Lirik lagu lainnya:
- lirik lagu chris robinson brotherhood - barefoot by the cherry tree
- lirik lagu minipop kids - let me love you
- lirik lagu charli xcx - t.k.o.
- lirik lagu alphavite - gopro
- lirik lagu azzalto & robin vane - don't ever stop
- lirik lagu alex justice - secret lodge
- lirik lagu juan diego flórez feat. craig ogden - la canzone dell'amore
- lirik lagu edgar montana - esa niña
- lirik lagu mozzy - astonishing panorama of the end time
- lirik lagu meadowlark - fire (alex schulz remix)