lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu hyder husyn - parboti

Loading...

তোমার একটু-একটু
আহা, একটু-একটু
আমার হয়েছে কাল
তোমার একটু কাছে আসা
একটু ভলোবাসা
হৃদয়েই উথাল-পাথাল
এই যান্ত্রিক যুগে ধীর পথে চলা
সেকেলে-সেকেলে প্রেম-প্রেম খেলা
করেছেই আমাকে বেশামাল

একটু-একটু
আহা, একটু-একটু
আমার হয়েছে কাল
তোমার একটু কাছে আসা
একটু ভলোবাসা
হৃদয়েই উথাল-পাথাল
এই যান্ত্রিক যুগে ধীর পথে চলা
সেকেলে-সেকেলে প্রেম-প্রেম খেলা
করেছেই আমাকে বেশামাল

ওউ-ওউ, তা-রা-রি-রি-রা-রা
ওউ-ওউ, তা-রা-রি-রি-রা-রা
ওউ-ওউ, তা-রা-রি-রি-রা-রা
ওহ

আজ হলো দেখা, কাল হবে কথা
পরশু হবে ভলোবাসা
আজ হলো দেখা, কাল হবে কথা
পরশু হবে ভলোবাসা
রাগ-ঢাক সব ফেলে
জড়তাকে দুরে ঠেলে
হৃদয়ে-হৃদয়ে হবে গাঁথা
মনের বাসনা যত
পাখা মেলে অবিরত
গড়বে নতুন সকাল

একটু-একটু
আহা, একটু-একটু
আমার হয়েছে কাল
তোমার একটু কাছে আসা
একটু ভলোবাসা
হৃদয়েই উথাল-পাথাল
এই যান্ত্রিক যুগে ধীর পথে চলা
সেকেলে-সেকেলে প্রেম-প্রেম খেলা
করেছেই আমাকে বেশামাল

পার্বতী, পার্বতী
সেকেলে প্রেম প্রীতি
চন্দ্রমুখীরাই আজ নায়িকা
পার্বতী, পার্বতী
সেকেলে প্রেম-প্রীতি
চন্দ্রমুখীরাই আজ নায়িকা
নেই কোনো ভয়-ভীতি
বদলেছে রীতিনীতি
তারাই তো আধুনিকা
এই স্যাটালাইট যুগে
থেকো নাকো পিছু হটে
সময়ের সাথে মেলাও তাল

ওউ-ওউ, তা-রা-রি-রি-রা-রা
ওউ-ওউ, তা-রা-রি-রি-রা-রা
ওউ-ওউ, তা-রা-রি-রি-রা-রা
ওহ

তোমার একটু-একটু
আহা, একটু-একটু
আমার হয়েছে কাল
তোমার একটু কাছে আসা
একটু ভলোবাসা
হৃদয়েই উথাল-পাথাল
এই যান্ত্রিক যুগে ধীর পথে চলা
সেকেলে-সেকেলে প্রেম-প্রেম খেলা
করেছেই আমাকে বেশামাল

একটু-একটু
আহা, একটু-একটু
আমার হয়েছে কাল
তোমার একটু কাছে আসা
একটু ভলোবাসা
হৃদয়েই উথাল-পাথাল
এই যান্ত্রিক যুগে ধীর পথে চলা
সেকেলে-সেকেলে প্রেম-প্রেম খেলা
করেছেই আমাকে বেশামাল


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...