lirik lagu hyder husyn - manobota
Loading...
অবুঝ দুটি চোখ
কত কথা যায় বলে
কী তার অপরাধ
হয়তো এই প্রশ্নই তোলে
এতটুকু বয়স
কত নির্মমতার স্বাক্ষী
মায়ের আদুরে, বাপের দুলালি
আজ শরণার্থী
অবুঝ দুটি চোখ
কত কথা যায় বলে
মানবতা মনুষ্যত্ব
যেন শিকে তুলেছে বিশ্ব
সবলের হঠকারিতায়
দূর্বল আজ নিঃস্ব
মানবতা মনুষ্যত্ব
যেন শিকে তুলেছে বিশ্ব
সবলের হঠকারিতায়
দূর্বল আজ নিঃস্ব
সর্বস্ব প্রাণটুকু যেন
ভিক্ষায় পাওয়া দান
বেঁচে আছে এইতো অনেক
হোক প্রাণ নিষ্প্রাণ
অবুঝ দুটি চোখ
কত কথা যায় বলে
মানবতার কী বা জাত
কী বা ধর্ম বর্ণ
মানুষের তরে মানুষ আমরা
মানুষ মানুষের জন্য
মানবতার কী বা জাত
কী বা ধর্ম বর্ণ
মানুষের তরে মানুষ আমরা
মানুষ মানুষের জন্য
আমার বাঙালি
বাঙালি প্রাণে আজও বাঁচে মনুষ্যত্ব
যুগে যুগে ইতিহাস বলে
মানবতা বাঙালিত্ব
অবুঝ দুটি চোখ
কত কথা যায় বলে
Lirik lagu lainnya:
- lirik lagu black kalonji - sunshine
- lirik lagu beatoven - do
- lirik lagu rustic overtones - the smallest spark that beat the sun
- lirik lagu jeremy warmsley - august
- lirik lagu terapia - meistäpä kai
- lirik lagu therealcain - stand by you(prod. klaxy beats)
- lirik lagu raffi ahmad & nagita slavina - ku jatuh cinta
- lirik lagu joe trufant - 40
- lirik lagu vylet - healing
- lirik lagu siena bjornerud - foul mouthed beauty