lirik lagu hyder husyn - dukhi joner golpo
[verse: 1]
সূর্য যখন মাথার ওপর অলস আঁখি মেলে
রাত জেগে যে কাটে নেটে ঘুম আসে না বলে
হায়! সূর্য যখন মাথার ওপর অলস আঁখি মেলে
রাত জেগে যে কাটে নেটে ঘুম আসে না বলে
খানসামারা এসে দাড়ায়
কখন হুজুর হটাৎ কী চায়
খানসামারা এসে দাড়ায়
কখন হুজুর হটাৎ কী চায়
বলে, “হুজুর, নাস্তা রেডি”
দুরু দুরু বুকে
দুখী বলে, “ভাল্লাগে না, নেইকো রুচি মুখে”
[verse: 2]
শোনো এক দুখী জনার গল্প শোনো
রাত কাটে না, দিন কাটে না
কিছুতেই মন যাচে না
রাত কাটে না, দিন কাটে না
কিছুতেই মন যাচে না
সময়টা যে নীরস কাটে
স্বস্তি নেইকো কোনো
শোনো এক দুখী জনার গল্প শোনো
[verse: 3]
দুপুর পেরোয়, বিকেল গড়ায়
সূর্য বসে পটে
কোথা যাবে, কীসে খাবে
ভাবনা পরে জোটে
হায়! দুপুর পেরোয়, বিকেল গড়ায়
সূর্য বসে পটে
কোথা যাবে, কীসে খাবে
ভাবনা পরে জোটে
কোন বেশেতে লাগবে ভালো
কোন গাড়িতে চড়বে বলো
কোন বেশেতে লাগবে ভালো
কোন গাড়িতে চড়বে বলো
ভেবে ভেবেই ভাবুক মন
ভেবেই সময় কাটে
দুখী বলে, “ভাল্লাগে না, থাকবো শুয়ে খাটে”
দুখী বলে, “ভাল্লাগে না, থাকবো শুয়ে খাটে”
শোনো এক দুখী জনার গল্প শোনো
[verse: 4]
আঁধার নামে, নিয়ন আলোয়
সেলফোনটা বাজে
বান্ধবীরা ভেবেই ব্যাকুল
কোন সে ক্লাবে যাবে
হায়! আঁধার নামে, নিয়ন আলোয়
সেলফোনটা বাজে
বান্ধবীরা ভেবেই ব্যাকুল
কোন সে ক্লাবে যাবে
কার সাথে তার চলবে ইয়ে
কাকে বা সে করবে বিয়ে
কার সাথে তার চলবে ইয়ে
কাকে বা সে করবে বিয়ে
কাকে যে তার লাগে ভালো
সংশয়েতে ভোগে
দুখীর ধরে ‘ডিপ্রেশান’
এক নতুম নামের রোগ
হায়! দুখীর ধরে ‘ডিপ্রেশান’
এক নতুম নামের রোগ
দুখীর ধরে ‘ডিপ্রেশান’
এক নতুম নামের রোগ
Lirik lagu lainnya:
- lirik lagu dawn richard - spaces (remix)
- lirik lagu lil bre - getting money
- lirik lagu mohamedissavage - otherwise [zaddyoc’s verse included]
- lirik lagu tokyo (hard rock) - lady
- lirik lagu soundstream - lonely night
- lirik lagu yun luu - with you
- lirik lagu behrad shahriari - delbandam
- lirik lagu skorap - bird
- lirik lagu saint gio - pre gio
- lirik lagu wyguy - slightly off